আপনারা হয়ত অনেকেই জানেন কিভাবে ব্লগার এর পপুলার পোস্ট WIDGET পরিবর্তন করতে হয় । কিন্তু যারা ব্লগার এ নতুন তাদের blogspot ব্লগ কে সুন্দর করে সাজাতে আমার এই পোস্ট।
আর দুইটি ডিজাইন এর লিঙ্ক নিচে দেয়া হল যা আমার আগে পোস্ট করা…………ব্লগার ব্লগ এ খুব সুন্দর একটি জনপ্রিয় পোস্ট widget যোগ করুন ১
ব্লগার ব্লগ এ খুব সুন্দর একটি জনপ্রিয় পোস্ট widget যোগ করুন ২
Adding Popular Post Widget To Your Blogger Blogঃ
To view another live demo click here
Just follow the following instructions.
- প্রথম এ যান Blogger >> Your Blog >> Layout.
- তারপর Add a Gadget >> Popular Posts
- এখন নিচের পিকচার অনুযায়ী আপনার Widget এর সেটিং ঠিক করে নিন।
তারপর নতুন স্টাইল এর জন্য নিচের ধারা অনুযায়ী কাজ করুন ।
- প্রথম এ Blogger >> Template >> এ যান ।
- আপনার ফুল Template টি backup হিশেবে রাখার জন্য ডাউনলোড করে নিন । পরে যদি কোন সমস্যা হয় তাহলে আবার আপলোড করে সেভ করে আগের অবস্থায় ফিরতে পারবেন ।
- Select Edit HTML >> Proceed.
- তারপর Ctrl+F এর মাধ্যমে খুজে বের করুন ]]>
- এখন নিছের কোড টি কপি করে ]]> এর উপরে পেস্ট করুন ।
/*— bditmela.blogspot.com — */
.popular-posts ul{padding-left:0px;}
.popular-posts ul li {background: #FFF url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbKQGBCWZ4OTB0f-ZBpHoXKQGJEEqAQB6nV63sYYXbGG4SlNW7u1yv1sjO7c8GxBf0TqtmwxAnyc1_Lxx9R6dM59NNYZJeTKgq8S5krvX3NjKUrrGuDQdgg6AoXoLOjiOqJ1lYnRsCP5w/s1600/1.gif) no-repeat scroll 5px 10px;
list-style-type: none;
margin:0 0 5px 0px;
padding:5px 5px 5px 20px !important;
border: 1px solid #ddd;
border-radius:10px;
-moz-border-radius:10px;
-webkit-border-radius:10px;
}
.popular-posts ul
li:hover {
border:1px solid #6BB5FF;
}
.popular-posts ul
li a:hover {
text-decoration:none;
}
.popular-posts .item-thumbnail img {
webkit-border-radius: 100px;
-moz-border-radius: 100px;
border-radius: 100px;
-webkit-box-shadow: 0 1px 3px rgba(0, 0, 0, .4);
-moz-box-shadow: 0 1px 3px rgba(0, 0, 0, .4);
box-shadow: 0 1px 3px rgba(0, 0, 0, .4);
}
- আপনি Background এবং border কালার পরিবর্তন করতে পারেন কোড পরিবর্তন এর মাধ্যমে #FFF and #6BB5FF
- সব শেষে সেভ করুন এবং আপনার ব্লগ টি রিফ্রেশ করে দেখুন আপনার খুব সুন্দর পপুলার পোস্ট WIDGET
ইন্টারনেটে ফাইল সংরক্ষণ করার নানা ধরনের সেবা রয়েছে। এসব সেবা ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফাইল সংরক্ষণ ও ব্যবহার করা যায়। বিনা মূল্যে দেওয়া সেবার মধ্যে জনপ্রিয়তার তালিকায় রয়েছে ড্রপবক্স। তবে বিনা মূল্যে ড্রপবক্সে পাওয়া যায় মাত্র ২ গিগাবাইট জায়গা।
সম্প্রতি চালু হয়েছে কপি ডট কম (www.copy.com) নামের নতুন সেবা। এতে বিনা মূল্যে জায়গা পাওয়া যাবে ৫ গিগাবাইট। শুধু ৫ গিগাবাইট জায়গাই নয়, নতুন চালু হওয়ায় আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
শুরুতে যাঁরা নিবন্ধন করবেন, তাঁরা ৫ গিগাবাইট জায়গা পাবেন। আর ব্যবহারকারী যদি তাঁদের পরিচিত বা অপরিচিত কাউকে নিজের অ্যাকাউন্টের আওতায় রেফারেন্স লিংক থেকে নতুন অ্যাকাউন্ট খোলাতে পারেন, তাহলে পাবেন আরও ৫ গিগাবাইট জায়গা। এ ছাড়া ব্যবহারকারী যদি তাঁর টুইটার অ্যাকাউন্টে কপি ডট কমের একটি বার্তা টুইট করেন, তাহলে আরও ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ, সব মিলিয়ে নতুন অফারের আওতায় একজন ব্যবহারকারী ১২ গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবে
Sotophone brings on the magic of Redmi Note 8 2021 in their web portal. Just go to the website and watch.
উত্তরমুছুন