মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

* শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া *


# আবেদনের তারিখ:  ২০ সেপ্টেম্বর ২০১২ থেকে ১৫ অক্টোবর ২০১২
# ভর্তি পরীক্ষার তারিখ :২৪ নভেম্বর ২০১২
২০১২ সালের স্নাতক পর্যায়ের সকল ভর্তি পরীক্ষার আপডেট তথ্য  পেতে ঘুরে আসুন এখান থেকে ।
# ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে 16222 নম্বরে এসএমএস করতে হবে।
১) একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর,  স্পেস দিয়ে এইচএসসি পাশের সাল,  স্পেস দিয়ে কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ডটি লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। উদাহরণ : SUST< space >SYL< space >123456< space >2012< space >A। উদাহরণটি সিলেট বোর্ডের। এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর নিজের এইচএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কেউ 2011 সালে এইচএসসি পাশ করে থাকলে 2012 এর জায়গায় 2011 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A এর জায়গায় B লিখতে হবে। অন্যান্য বোর্ডের জন্য সিলেট (SYL) এর জায়গায় যথাক্রমে বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা(COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদ্রাসা (MAD), রাজশাহী (RAJ), কারিগরি (TEC) লিখতে হবে। তাছাড়া ঢাকা বোর্ডের অধীনে Diploma In Business Studies (DIBS) এর ক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় DIB লিখতে হবে।

২) উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কাঙ্খিত ইউনিট, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে SUST, তারপর স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর  যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে।
উদাহরণ : SUST< space >YES< space >654321< space >01XXXXXXXXX। এখানে 654321 এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ PIN টি বসাতে হবে আর যোগাযোগের জন্য যেকোন অপারেটরের যেমন Grameen Phone, Citycell, Robi, Banglalink, Airtel বা Teletalk এর মোবাইল টেলিফোন নম্বর দেয়া যাবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি কেটে নেয়া হবে, অন্যথায় কোন ভর্তি পরীক্ষার জন্য ফি কাটা হবে না।
৩) আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট ফি কেটে নিয়ে একটি এসএমএস এর মাধ্যমে সাথেসাথেই ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেয়া হবে। ভর্তি পরীক্ষার সময় দুই কপি সত্যায়িত পার্সপোর্ট সাইজের ছবির পিছনে ঐ রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে।
৪) O/A Level এর ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.sust.edu/admission) রেজিস্ট্রেশন করে একটি কোড নম্বর নিতে হবে। তারপর উপরের নিয়ম অনুযায়ী 16222 নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় GCE লিখতে হবে। উদাহরণ : SUST< space >GCE< space >123456< space >2012< space >A। এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ  কোড নম্বরটি বসাতে হবে এবং কেউ 2011 সালে A Level পাশ করে থাকলে 2012 এর জায়গায় 2011 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A এর জায়গায় B লিখতে হবে। পরবর্তীতে উপরের ধাপ-২ অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
৫) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.sust.edu/admission) রেজিস্ট্রেশন করে একটি কোড নম্বর নিতে হবে। তারপর উপরের নিয়ম অনুযায়ী 16222 নম্বরে এসএমএস করতে হবে। এক্ষেত্রে বোর্ডের নামের জায়গায় OTH লিখতে হবে। উদাহরণ: SUST< space >OTH< space >123456< space >2012< space >A। এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ কোড নম্বরটি বসাতে হবে এবং কেউ 2011 সালে পাশ করে থাকলে 2012 এর জায়গায় 2011 লিখতে হবে। একইভাবে B ইউনিটে আবেদনের জন্য A এর জায়গায় B লিখতে হবে। পরবর্তীতে উপরের ধাপ-২ অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
Unit       A   >> Social Science
Unit       B   >>Science Applied Science with Architecture
Unit       B1 >>Science Applied Science without Architecture
ভর্তি ফরমের মূল্য (ভ্যাটসহ) :
Unit       A   >> ৬০০ টাকা
Unit       B   >>৬৫০ টাকা
Unit       B1 >>৬০০ টাকা
# Eligibility :
>> Only students passed  in the H.S.C (General/Technical)/Alim/Diploma in Commerce/Equivalent in 2012/2011 and in the S.S.C (General/Technical)/Alim/Diploma in Commerce/Equivalent in 2010/2009 can participate in the admission test. Student from science can apply in both A and B unit and others can apply only in A unit. A student must have atleast 3.0 CGPA in both S.S.C/Equivalent or H.S.C/equivalent exam totalling CGPA 6.5.
>> G.C.E O level must have B grade atleast in 3 subjects and pass in atleast 5 subjects and A level must have B grade in atleast two courses and pass in at least 3 courses.
>> Students passed S.S.C or Equivalent before 2009 cannot apply.
#Candidate Selection & Admission Procedure :
Different merit list will be prepared for A and B unit. Out of 100 marks in merits list 70 marks will be from the admission test and 30 marks from S.S.C/Equivalent and H.S.C/Equivalent.
Regular students will have their S.S.C and H.S.C result prepared by multiplying S.S.C and H.S.C grade by 3. For irregular students it will be multiplied by 2.7
Marks of math and Architecture examination will be added with mandatory subject marks to create merit list of Architecture.
Marks obtained in drawing & general knowledge exam will be added to marks of compulsory exam and merit list for architecture department will be prepared separately. An applicant must have at least 40% marks in the drawing exam to be admitted in architecture dept.
Result of Admission Test and other informations about admission will be published in university notice board and website (www.sust.edu) in due time. Students can also get this informations using mobile phone. One student can get chance to admit in one department according to merit list, subjectwise eligibility and available seats upon choice.
Student should bring 4 recently taken passport size photographs, main marksheet of S.S.C/equivalent and H.S.C/equivalent and required money for admission. Students must also bring 2 attested photocopies of each transcript and marksheet. Students should submit his/her main marksheet of H.S.C after admission.
The application will be canceled if any information given is lie, incorrect or incomplete.
*** লক্ষ্যণীয় বিষয়ঃ
১) একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে তবে আবেদনের দ্বিতীয় ধাপে সম্মতি জানানোর সময় যোগাযোগের জন্যে আবেদনকারীর নিজের মোবাইল ফোন নম্বরটি দিতে হবে কারণ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীর সাথে এই নম্বরেই যোগাযোগ করা হবে। যোগাযোগের নম্বরটি যেকোন অপারেটরের যেমন Grameen Phone, Citycell, Robi, Banglalink, Airtel বা Teletalk এর মোবাইল নম্বর দেয়া যাবে।
২) দিনের বা রাতের যেকোন সময় এমনকি ছুটির দিনও আবেদন করা যাবে।
৩) উভয় (A এবং B) ইউনিটের জন্য আলাদা আলাদা ভাবে এসএমএস করে আবেদন করতে হবে। তবে B ইউনিটের যেকোন একটি কীওয়ার্ড (B বা B1) ব্যবহার করে একবার আবেদন করার পর ঐ ইউনিটে অন্য কীওয়ার্ড দিয়ে আর আবেদন করা যাবে না।
৪) কোন ইউনিটে ভুলবশতঃ এসএমএস করে আবেদন করে ফেললে তা প্রত্যাহার করা যাবে না।
৫) উপরে উল্লেখিত পরীক্ষার ফিস  ভ্যাটসহ দেয়া হয়েছে। আবেদনের ক্ষেত্রে SMS এর টাকা ও পরীক্ষার ফিস ছাড়া আর কোন অতিরিক্ত টাকা লাগবে না।
৬) বিজ্ঞান শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দুই ইউনিটেই (A এবং B) আবেদন করতে পারবে। অন্যরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।
৭) A এবং B ইউনিটের জন্য ভিন্ন ভিন্ন মেধা তালিকা তৈরী করা হবে। B ইউনিটের সায়েন্স এপ্লায়েড সায়েন্স ও লাইফ সায়েন্স এর জন্য একটি মেধা তালিকা এবং আর্কিটেকচারের জন্য আলাদা একটি মেধা তালিকা তৈরী করা হবে। একইভাবে কোটাভিত্তিক আসনের জন্য সম্পূর্ণ আলাদাভাবে মেধাতালিকা তৈরী করা হবে।
৮) ভর্তি পরীক্ষার দিন দুই কপি সত্যায়িত ছবি ছাড়া কাউকে ভর্তি পরীক্ষা দিতে দেয়া হবে না।
৯) ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন থাকলে www.sust.edu/admission ওয়েবসাইটে অথবা 01555555001-5 হটলাইনে কিংবা admission@sust.edu ইমেইলে যোগাযোগ করা যাবে ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন