সোমবার, ২৯ জুলাই, ২০১৩

MP3


1.DW..

2.Hridoy Khan - Chaina Meye.mp3

3.Hridoy Khan - Eto Kichu Bojho .mp3

4.Porshi - Nissho.mp3

5.Simin - Tumi Hina.mp3

6.Arfin Rumey - Hridoy Jura .mp3

7.Habib ft. Shirin - Hridoyer Kotha.mp3

শুক্রবার, ১৭ মে, ২০১৩

বুকমার্ক করে রাখার মত ১২ টি টেকনোলজি ব্লগ

১. পিসিহেল্পলাইনবিডি (www.pchelpline.com)
২. ম্যাশেবল (www.mashable.com)
৩. গিজমোডো (www.gizmodo.com)
৪. জিগাওম (www.gigaom.com)
৫. জে ডি নেট (www.zdnet.com)
৬. টেকক্রান্চ (www.techcrunch.com)
৭. কম্পিউটার ওয়ার্ল্ড ব্লগ (www.blogs.computerworld.com)
৮. আন অফিসিয়াল অ্যাপল ওয়েব ব্লগ (www.tuaw.com)
৯. হাউ টু গিক (www.howtogeek.com)
১০. গুগল এন্টারপ্রাইজ ব্লগ (www.googleenterprise.blogspot.com)
১১. আইটি বিজনেস এজ (www.itbusinessedge.com)
১২. টেক জার্নাল (www.thetechjournal.com)

বুধবার, ১৫ মে, ২০১৩

তাক লাগিয়ে দিল মোবাইলদোকান ডট কমের প্রমোশনাল ভিডিও - কম্পিউটার চালু এবং বন্ধ হবে দ্রুত

মোবাইলদোকান ডট কমের লক্ষ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নকে শক্ত হাতে সামনে এগিয়ে নেয়া। এটি একটি মোবাইল ফোন ইনফো সাইট যেটা বাংলাদেশের মার্কেটে mobiledokan.comবিভিন্ন ধরনের মোবাইল ফোনের দাম সম্পর্কে অবগত করে থাকে। শুধু দামই নয় বরং ভিজিটররা রেটিং, কমেন্ট ইত্যাদি করার সুযোগও পাচ্ছে।  এই সাইটটিতে আছে প্রতিটি মোবাইল ফোনের পূর্ণ স্পেসিফিকেশন এবং এই সাইটটির একটি চমত্কার বৈশিষ্ট হলো যে আপনি আপনার পছন্দের ফিচার যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ৮  মেগাপিক্সেল ক্যামেরা, এফএম রেডিও ইত্যাদি অনুসারে ফিল্টার করে মোবাইল ফোন সার্চ করতে পারবেন।
সম্প্রতি এই সাইটটি একটি ক্রিয়েটিভ ১ মিনিট প্রমোশনাল ভিডিও ইউটিউবে আপলোড করেছে যা প্রশংশনীয়। এটি শুধুমাত্র বাংলাদেশে ভিডিও মার্কেটিংএ নতুন মাত্রা যোগই করেনি বরং শক্তিশালী ডিজিটাল বাংলাদেশ স্বপ্নকে সুদূরপ্রসারী করবে। ভিডিওটি মোবাইলদোকান ডট কমের হোমপেজএ গেলে দেখতে পাবেন অথবা ইউটিউবে দেখতে চাইলে যেতে পারেন এখানে – http://www.youtube.com/watch?v=2Ok6nCyY-5I

___________________

অনেক সময় ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করলে কম্পিউটার চালু এবং বন্ধ হতে বেশি সময় লাগতে পারে।ছোট কিছু সেটিংসের পরিবর্তন করে চালু এবং বন্ধ হওয়ার সময় কমানো যায়।
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে Start মেনু থেকে Run-এ গিয়ে msconfig লিখে এন্টার করুন। Startup ট্যাব থেকে অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রাম বা আইটেমগুলোর টিক চিহ্ন তুলে দিন। এই তালিকার আইটেমগুলো কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে লোড হয়। অপ্রয়োজনীয় প্রোগ্রাম লোড হওয়ায় কম্পিউটার চালু হতে সময় নেয়। তাই যেগুলোর প্রয়োজন নেই, সেগুলোর ডান দিকের টিক চিহ্ন তুলে দিয়ে OK এবং Apply করে বের হয়ে আসুন।
কম্পিউটার আবার চালু বা রিস্টার্ট করতে চাইলে Exit Without Restart নির্বাচন করে সেটি এড়িয়ে যান। এবার Notepad খুলে del c:/windows /prefetch/ntosboot *.* (*.* হচ্ছে এ-সংক্রান্ত সব ফাইল মুছে ফেলবে) কোডটা লিখে ফাইল থেকে Save As চেপে ntosboot.bat নামে ডেস্কটপে সংরক্ষণ করুন। এবার ডেস্কটপ থেকে ntosboot.bat ফাইলটি কপি করে C:/ ড্রাইভে পেস্ট করুন।
Start থেকে Run-এ গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন। Computer Configuration থেকে Windows Settings-এ ক্লিক করে Scripts (Startup/Shutdown)-এ আবার ক্লিক করে সেটি খুলুন। ডান পাশের Shutdown-এ দুই ক্লিক করে সেটি খুলে Add-এ ক্লিক করে Browse থেকে C:/ ড্রাইভে গিয়ে ntosboot.bat ফাইলটি দেখিয়ে দিয়ে OK চেপে Apply-এ ক্লিক করে আবার OK চেপে বের হয়ে আসুন।
এবার Run-এ গিয়ে devmgmt.msc লিখে এন্টার করুন। এখানে IDE ATA/ATAPI controllers-এ দুই ক্লিক করে Primary IDE Channel খুলুন। Advanced Settings থেকে Device 1-এর Device Type-এ None নির্বাচন করে OK চেপে বের হয়ে আসুন। এর পরের Secondary IDE channel-এ দুই ক্লিক করে সেটি খুলে একই নিয়মে Advanced Settings থেকে Device 1-এর Device Type-এ None নির্ধারণ করে OK চেপে বের হয়ে আসুন। সব কাজ যত্ন সহকারে করে কম্পিউটার রিস্টার্ট করতে হবে। এখন থেকে প্রত্যেকবার কম্পিউটার চালু এবং বন্ধ হতে আগের তুলনায় অনেক কম সময় লাগবে।

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

৩ টি ব্লগার (Popoler Post )widgetখ.অনলাইনে বিনা মূল্যে ৫ গিগাবাইট জায়গা!

আপনারা হয়ত অনেকেই জানেন কিভাবে ব্লগার এর পপুলার পোস্ট WIDGET পরিবর্তন করতে হয় । কিন্তু যারা ব্লগার এ নতুন তাদের blogspot ব্লগ কে সুন্দর করে সাজাতে আমার এই পোস্ট।

আর দুইটি ডিজাইন এর লিঙ্ক নিচে দেয়া হল যা আমার আগে পোস্ট করা…………
ব্লগার ব্লগ এ ​​খুব সুন্দর একটি জনপ্রিয় পোস্ট widget যোগ করুন ১
ব্লগার ব্লগ এ ​​খুব সুন্দর একটি জনপ্রিয় পোস্ট widget যোগ করুন ২

Adding Popular Post Widget To Your Blogger Blogঃ

To view another live demo click here

Just follow the following instructions.
  • প্রথম এ যান  Blogger >> Your Blog >> Layout.
  • তারপর Add a Gadget >> Popular Posts
  • এখন নিচের পিকচার অনুযায়ী আপনার Widget এর সেটিং ঠিক করে নিন।


  • এখন Popular Post widget টি সেভ করুন ।

তারপর নতুন স্টাইল এর জন্য নিচের ধারা অনুযায়ী কাজ করুন ।
  • প্রথম এ Blogger >> Template >> এ যান ।
  • আপনার ফুল Template টি backup হিশেবে রাখার জন্য ডাউনলোড করে নিন । পরে যদি কোন সমস্যা হয় তাহলে আবার আপলোড করে সেভ করে আগের অবস্থায় ফিরতে পারবেন ।
  • Select Edit HTML >> Proceed.
  • তারপর Ctrl+F এর মাধ্যমে খুজে বের করুন  ]]>
  • এখন নিছের কোড টি কপি করে  ]]> এর উপরে পেস্ট করুন ।

/*— bditmela.blogspot.com — */
.popular-posts ul{padding-left:0px;}
.popular-posts ul li {background: #FFF url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbKQGBCWZ4OTB0f-ZBpHoXKQGJEEqAQB6nV63sYYXbGG4SlNW7u1yv1sjO7c8GxBf0TqtmwxAnyc1_Lxx9R6dM59NNYZJeTKgq8S5krvX3NjKUrrGuDQdgg6AoXoLOjiOqJ1lYnRsCP5w/s1600/1.gif) no-repeat scroll 5px 10px;
list-style-type: none;
margin:0 0 5px 0px;
padding:5px 5px 5px 20px !important;
border: 1px solid #ddd;
border-radius:10px;
-moz-border-radius:10px;
-webkit-border-radius:10px;
}
.popular-posts ul
li:hover {
border:1px solid #6BB5FF;
}
.popular-posts ul
li a:hover {
text-decoration:none;
}
.popular-posts .item-thumbnail img {
webkit-border-radius: 100px;
-moz-border-radius: 100px;
border-radius: 100px;
-webkit-box-shadow: 0 1px 3px rgba(0, 0, 0, .4);
-moz-box-shadow: 0 1px 3px rgba(0, 0, 0, .4);
box-shadow: 0 1px 3px rgba(0, 0, 0, .4);
}

  • আপনি Background এবং border কালার পরিবর্তন করতে পারেন কোড পরিবর্তন এর মাধ্যমে #FFF and #6BB5FF
  • সব শেষে সেভ করুন এবং আপনার ব্লগ টি রিফ্রেশ করে দেখুন আপনার খুব সুন্দর পপুলার পোস্ট WIDGET 



  • ইন্টারনেটে ফাইল সংরক্ষণ করার নানা ধরনের সেবা রয়েছে। এসব সেবা ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফাইল সংরক্ষণ ও ব্যবহার করা যায়। বিনা মূল্যে দেওয়া সেবার মধ্যে জনপ্রিয়তার তালিকায় রয়েছে ড্রপবক্স। তবে বিনা মূল্যে ড্রপবক্সে পাওয়া যায় মাত্র ২ গিগাবাইট জায়গা।
    সম্প্রতি চালু হয়েছে কপি ডট কম (www.copy.com) নামের নতুন সেবা। এতে বিনা মূল্যে জায়গা পাওয়া যাবে ৫ গিগাবাইট। শুধু ৫ গিগাবাইট জায়গাই নয়, নতুন চালু হওয়ায় আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
    শুরুতে যাঁরা নিবন্ধন করবেন, তাঁরা ৫ গিগাবাইট জায়গা পাবেন। আর ব্যবহারকারী যদি তাঁদের পরিচিত বা অপরিচিত কাউকে নিজের অ্যাকাউন্টের আওতায় রেফারেন্স লিংক থেকে নতুন অ্যাকাউন্ট খোলাতে পারেন, তাহলে পাবেন আরও ৫ গিগাবাইট জায়গা। এ ছাড়া ব্যবহারকারী যদি তাঁর টুইটার অ্যাকাউন্টে কপি ডট কমের একটি বার্তা টুইট করেন, তাহলে আরও ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ, সব মিলিয়ে নতুন অফারের আওতায় একজন ব্যবহারকারী ১২ গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবে

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

পিসির ড্রাইভগুলো ওপেন হচ্ছে না ?? সমাধান নিন

অনেক সময় ভাইরাসের জন্য আমাদের পিসির ড্রাইভগুলো ওপেন হয় না । ওপেন করতে গেলেই দেখায় open with । এটা আসলেই একটা বিরক্তিকর অবস্থা । এটা হয় সাধারণত autorun ভাইরাসের জন্য । তাই আমাদের পিসির c,d,f বা এই জাতীয় ড্রাইভগুলো যখনই ওপেন করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি । তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন ।
নিচে সহজ সমাধানগুলো দেয়া হল :
ক ) Run এ গিয়ে টাইপ করুন cmd ( দেখবেন কমান্ড প্রমোট ওপেন হয়েছে ) ।
খ ) এবার টাইপ করুন cd\ তার পরে ইন্টার চাপুন । ( কোটেশন দিবেন না ) ।
গ ) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি সি ড্রাইভ হয় তাহলে C: লিখে ইন্টার দিন ।
ঘ ) এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf.
ঙ ) এবার টাইপ করুন del autorun.inf.
ব্যস আপনার কাজ শেষ । আপনি এখন নিচিন্তে আপনার সব
ড্রাইভগুলো ওপেন করুন ।

Google এর ১০ টি লুকানো রহস্য!

ইন্টারনেটে ভিবিন্ন তথ্য খোঁজার জন্য আমরা গুগলের সাহায্য নিয়ে থাকি । কিন্তু এমন কিছু Google এর সুবিধা আছে যা আমরা সকলে জানি না বলে সেই সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি । তাই আসুন জেনে নেই এমন কিছু লুকানো রহস্য ।
*প্রধান শহরের আবহাওয়া বার্তা (রহস্য - ১)

বিশ্বের প্রধান প্রধান শহরের আবহাওয়া বার্তা পাওয়া। এজন্য Google এর Search Box এ “Weather” কথাটি লিখে তারপর শহরের নাম লিখতে হবে।দেখুন ঐ শহরের আবহাওয়া সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন ।
*ইকুয়েশনের উত্তর বের করা (রহস্য - ২)
সহজ থেকে জটিল ইকুয়েশনের উত্তর দিবে Google. যোগ, বিয়োগ, গুন, ভাগ যাই হোক না কেন যত জটিলই হোক না কেন খুব সহজে Google এর মাধ্যমে উত্তর পাওয়া যাবে। এজন্য Google এর Search Box এ শুধু ইকুয়েশন টি লেখলেই হবে। ইকুয়েশন এর জন্য গানিতিক প্রতীক -
+ যোগফলের জন্য
-বিয়োগ করার জন্য
* গুন করার জন্য
/ ভাগ করার জন্য
% ভাগশেষ বের করার জন্য
^ এক্সপোনেন্সিয়াল এর জন্য (X to the power of Y)
বর্গমূল বের করার জন্য sqrt লিখে তার পেছনে সংখ্যাটি লিখতে হবে।

*ওয়েব সাইট এর তথ্য পাওয়া (রহস্য - ৩)
যে কোন ওয়েব সাইট এর প্রাসঙ্গিক তথ্য পাওয়া কজুব সহজে পাওয়া যায়। যা গবেষক ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ খুব কাজে লাগে। প্রাসঙ্গিক তথ্য বলতে ঐ ওয়েব সাইট এর বর্ণনা, ক্যাশড পেজ, সমজাতিয় পেজ, ঐ সাইট এর বিভিন্ন Link, যে যে Web Site এ ঐ সাইট এর লিঙ্ক আছে ইত্যাদি।
এজন্য info: লিখে ওয়েব অ্যাড্রেস টি লিখতে হবে।
*এক মুদ্রাকে অন্য মুদ্রায় রুপান্তর (রহস্য - ৪)

খুব সহজে এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় কত হবে তা জানা যায়। একটি উদাহরনের মাধ্যমে জেনে নিন কিভাবে করা যায় এই কাজ। যেমনঃ ১০০ US Dollar কে আপনি আরব আমিরাত এর দিরহাম এ পরিবর্তন করবেন এজন্য Google এর Search Box এ লিখুন 100 usd in aed লিখলেই দেখবেন ১০০ US Dollar দিরহামে কত হয় তা দেখাবে। কিন্তু দুর্ভাগ্য Google বাংলাদেশী টাকায় রুপান্তর করতে পারেনা।
*ওজন, আয়তন ইত্যাদি ইউনিট রুপান্তর (রহস্য - ৫)

এখন আর কোন সফটওয়্যার এর সাহায্য নেওয়া লাগবে না। Google ই আপনাকে এক ইউনিট থেকে অন্য ইউনিট এ Convert করে দিবে। যে ইউনিট কে রুপান্তর করতে চান সেটির নাম লিখে তারপর in লিখে পরবর্তী ইউনিট এর নাম লিখতে হবে। যেমনঃ 100 feet in meter
*বিমানের ফ্লাইটের সময়সূচী (রহস্য - ৬)
বিমান বন্দরে আসা বা ছেড়ে যাওয়া ফ্লাইট এর সময়সূচি জানতে পারবেন Google এর মাধ্যমে। এজন্য Google এর Search বক্সে - এয়ারলাইন এবং ফ্লাইট নম্বর লিখুন এবং Enter দিন। একটি নির্দিষ্ট বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের বিলম্ব সম্বন্ধেও জানতে পারবেন। এজন্য শহরের নাম অথবা বিমানবন্দরের তিন অক্ষরের কোড নাম লিখে তারপর লিখতে হবে airport লিখতে হবে।
*UPS, FedEx, USPS প্যাকেজ শিপিং সংক্রান্ত তথ্য (রহস্য - ৭)

UPS বা FedEx এর মত বিশ্ববিখ্যাত কুরিয়ার সার্ভিসে আপনার পাঠানো মালামালের ট্র্যাকিং নম্বর সরাসরি Google এর Search বক্সে দিলে আপনার মালামালের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন আপনি।
*আভিধানিক অর্থ খুঁজতে সাহায্য (রহস্য - ৮)

কোন কিছুর অর্থ জানার জন্য Search বক্সে define লিখে একটি স্পেস দিন তারপর যে শব্দটির সংজ্ঞা বা অর্থ জানতে চান তা লিখে Enter দিন তবে অর্থ বের হয়ে যাবে।
*কোন শহর বা দেশের স্থানীয় সময় জানা (রহস্য - ৯)

কোন শহর বা দেশের স্থানীয় সময় জানার জন্য Search বক্সে লিখুন time তারপর স্পেস দিয়ে শহরের বা দেশের নাম। তাহলেই আপনাকে ঐ দেশের বা শহরের স্থানীয় সময় দেখিয়ে দিবে।
*কোন দেশ বা শহরের মানচিত্র দেখা (রহস্য - ১০)

যেকোনো দেশ বা শহরের মানচিত্র দেখাবে আপনাকে Google. এজন্য Search বক্সে ঐ শহর বা দেশের নাম লিখে একটি স্পেস দিন তারপর map কথাটি লিখুন। তাহলে Search Result এর শুরুতেই ঐ দেশ বা শহরের একটি প্রমাণ সাইজ এর মানচিত্র দেখানো হবে। আবার ঐ মানচিত্রে ক্লিক করলেই গুগল ম্যাপস থেকে সেটি বড় করে দেখাবে।
গুগল এর এমন আরও বহু রহস্য রয়েছে যা আমরা অনেকেই জানি না। আসলে গুগল হল রহস্যের ভাণ্ডার।
_______________________________________

intitle:”index.of”(mp3|mp4|avi) “Bari Siddiqui”
intitle:”index.of”(mp3|mp4|avi) “indianbangla”
index.of”(mp3|mp4|avi) “Andrew Kishor”Google scarch
-------------
লিখুব সহজে আপনি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে এমপি থ্রী গান, পিডিএফ ফাইল বই, কোরআন শরীফ পিডিএফ ও এমপি থ্রী ইত্যাদি ডাউনলোড করুন বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে।
কিভাবে ডাউনলোড করবেন?
গুগল সার্চ বক্সে লিখুন
intitle:”index.of” (ফাইল ফরম্যাট) “ফাইলের নাম”
যেমন ধরুন , আপনি মান্না দের গান ডাউনলোড করতে চান।
তাহলে গুগলের সার্চ বক্সে লিখুন : intitle:”index.of”(mp3) “manna dey”
তারপর দেখুন অসংখ্য ইনডেক্স পাবেন, ওযেব সাইটে থাকা মান্নাদের গানের সব ইনডেক্সের লিস্ট।
গানের নামের উপর রাইট ক্লিক করে সেভ করে নিন।
অথবা, এলব্যমের নাম দিয়ে সার্চ করেও ইনডেক্স ।
intitle:”index.of”(mp3|mp4|avi)“bolna”
তাহলে পাবেন হৃদয় খানের “বলনা” এলবামের গান পাবেন।
এভাবে আপনার পছন্দের শিল্পীর বা এলবামের গান।
কোড :
শিল্পীর নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “শিল্পীর নাম”
গানের নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “গানের নাম”
ছবির গানের জন্য লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “ghajini”
কোরআন পিডিএফ ডাউনলোড করতে লিখুন :
intitle:”index.of”(chm|pdf|doc)“quran”
কোরআন এমপি থ্রী ডাউনলোড করতে লিখুন :
intitle:”index.of”(mp3|mp4|avi) “quran”
_____________________________________


Index of /Kolkata Bengali Compressed Movie Mp3
    1
https://www.google.com.bd/search?q=intitle%3A%E2%80%9Dindex.of%E2%80%9D%28mp3|mp4|avi%29+%E2%80%9CFerdous+Wahid%E2%80%9D&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a#hl=bn&gs_rn=1&gs_ri=serp&pq=intitle%3A%E2%80%9Dindex.of%E2%80%9D(mp3%7Cmp4%7Cavi)%20%E2%80%9Cindianbangla%E2%80%9D&cp=40&gs_id=1a&xhr=t&q=intitle:%E2%80%9Dindex.of%E2%80%9D(mp3%7Cmp4%7Cavi)+%E2%80%9Ckolkata%E2%80%9D&pf=p&client=firefox-a&tbo=d&rls=org.mozilla:en-US%3Aofficial&sclient=psy-ab&oq=intitle:%E2%80%9Dindex.of%E2%80%9D(mp3%7Cmp4%7Cavi)+%E2%80%9Ckolkata%E2%80%9D&gs_l=&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=d0974394350b110b&biw=792&bih=380

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

নিরাপদ থাকুন ভাইরাস থেকে একটিভ করুন ফায়ারয়াল ইন উইন্ডোজ ৮

উইন্ডোজ ফায়ারওয়াল একটি মহান নিরাপত্তা বৈশিষ্ট্য ফিচার। ভাইরাস দূষিত সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে রক্ষা করার জন্য এটি সাহায্য করে, এবং এটি আপনার পিসি এক্সেস অননুমোদিত হওয়া থেকে হ্যাকারদের বাধা দেয়। সুতরাং এটা অত্যন্ত প্রয়োজনীয় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি ফিচার। বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনার উইন্ডোজ ফায়ারওয়াল চালু করা উচিত। শুধু নীচের সহজ ধাপ উইন্ডোজ ফায়ারওয়াল অন করুন আপনার উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে।
Step 1 - প্রথমে Search Box থেকে Control Panel ওপেন করুন। 

search box How to Enable Windows Firewall In Windows 8
Step 2 - এবার System And Security
system and security How to Enable Windows Firewall In Windows 8
Step 3 – ক্লিক করুন Windows Firewall
windows 8 firewall How to Enable Windows Firewall In Windows 8
Step 4 – এবার বাম পাশের মেনু থেকে Turn Windows Firewall On Or Off এ ক্লিক করুন।

turn-on-windows-firewall1
Step 5 - এবার Turn On Windows Firewall Private Network Settings অথবা Public Network settings থেকে বেছে নিন
turn-on-windows-8-firewall
Step 6 – এবার ক্লিক করুন Ok. এবং কাজ শেষ আপনি বের হয়ে আসুন।